পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় পানিই জীবন (ফেইজ-৩) আওতায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা প্রকল্প কার্যালয়ে ডরপ এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। ডরপের সাইফ মো. খলিল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল ও মহানন্দ অধিকারী, মো. হায়দার আলী পাড়, সুনিল বিশ্বাস, প্রীতিশ মন্ডল, আনিছুর রহমান, হামিদা আক্তার হাসিসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় পরিবর্তনশীল জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্থ জনগনের সুপেয় পানি ব্যবহারের নিশ্চিত করণে বাজেট ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পাইকগাছা উপজেলা পরিষদ, ইউএনও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সাথে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।