পাটকেলঘাটায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 42 ভিউস

নিজস্ব প্রতিবেদক, তালা:

তালা উপজেলার পাটকেলঘাটায় কুমিরা মহিলা ডিগ্রি কলেজ ও হারুন অর রশিদ কলেজে জাঁকজমকপূর্ণ ভাবে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিষ্টান গুলোতে যথাযোগ্য ভাবে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। হারুন অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্ব ও প্রভাষক নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা প্রভাষক আতাউর রহমান, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান প্রাক্তন অধ্যাপক সুব্রুক কুমার দাশ প্রমূখ।
এদিকে কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কলেজ গর্ভানিং কমিটির সদস্য বিশ্বাজিৎ সাধু। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ গর্ভানিং বোর্ড কমিটির সদস্য ও উপজেলা আ.লীগ নেতা নারায়ন চন্দ্র মজুমদার, প্রভাষক আসাদ হক, সরজিৎ কুমার ঘোষ, বিধান চন্দ্র প্রমুথ।
এসময় বক্তরা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য তুলে ধরেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!