পিএসজি ছাড়তে চান না নেইমার

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

স্পোর্টস ডেস্ক:

গোড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে নেইমারকে। মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস। বলা যায়, তার মৌসুম শেষ। গত কয়েক মাস ধরে গুঞ্জন, তাকে এবারের গ্রীষ্মের দলবদলের বাজারে বেচে দেবে পিএসজি। কিন্তু প্যারিসের ক্লাব ছেড়ে যেতে চান না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফরাসি গণমাধ্যম লে’কিপ বলছে, এই গ্রীষ্মে নেইমারকে নিতে আগ্রহী ক্লাবের প্রস্তাব শোনার পরিকল্পনা করছে পিএসজি। কিন্তু ৩১ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব ছাড়তে প্রস্তুত নয়। প্যারিসে থিতু হয়ে গেছেন তিনি, তাছাড়া তার চুক্তিও ২০২৭ সাল পর্যন্ত আছে। বরং অস্ত্রোপচারের পর আবারও শক্তিশালী হয়ে ফেরার আকাঙ্ক্ষা নেইমারের।

গত বছরের কাতার বিশ্বকাপ শেষে ক্লাবে ফেরার পর থেকেই নেইমারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। মাঠে তার অধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি বাইরের ঘটনাও তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মোনাকোর কাছে হারের পর ড্রেসিংরুমে সতীর্থ ভিতিনহা ও উগো একিতিকে এবং ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে বলে খবর।

এসব কারণেই আর নেইমারকে রাখার প্রয়োজন মনে করছে না পিএসজি। ২০১৭ সালে তাকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সা থেকে কেনে পিএসজি। এই মৌসুমে তাকে ছেড়ে দিলে ওই বিনিয়োগে ক্ষতি হবে জেনেও তাকে ছাড়ার পরিকল্পনা ফরাসি চ্যাম্পিয়নদের।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!