আব্দুর রশিদ: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর তৎপরতায় এসব উন্নয়ন কাজ চলছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে বলে জানা গেছে। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটাগাছায় জিয়ার দোকানের সামনে থেকে নিরালাপাড়া হয়ে মনিরুলের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলছে। অপরদিকে, আইনুদ্দীন মহিলা মাদ্রাসার পাকা রাস্তা থেকে ইসরাফিলের বাড়ি পর্যন্ত ড্রেনসহ রাস্তা নির্মাণ কাজ চলছে। আর এসব কাজের তদারকি করছেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
এসময় শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক এই ওয়ার্ডের একটি রাস্তাও আর কাঁচা থাকবে না। সেই লক্ষে প্রতিনিয়ত নতুন নতুন রাস্তা, ড্রেন ও অন্যান্য উন্নয়নমূলক কাজের টেন্ডার হচ্ছে এবং দ্রুত কাজ সম্পন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা হবে বলে জানান তিনি। নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, রমজান, শহিদুল ইসলাম প্রমুখ।
পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর তত্বাবধায়নে চলছে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ
পূর্ববর্তী পোস্ট