প্রস্তুতি ম‌্যাচে আয়ারল‌্যান্ডের চোখ রাঙানি, রান পাননি জাকির-ইয়াসির

কর্তৃক porosh
০ কমেন্ট 42 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডেতে মাঠে নামার আগে বুধবার সিলেটে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম‌্যাচ খেলে আয়ারল‌্যান্ড। যেখানে বিশাল জয় তুলে চোখ রাঙানি দিয়ে রাখলো অতিথিরা।

আগে ব‌্যাটিং করে আয়ারর‌্যান্ড ৪০ ওভারে ৬ উইকেটে ২৫৫ রান তোলে। জবাবে জাকির, সৌম‌্য, ইয়াসির, শামীমদের নিয়ে গড়া বিসিবি একাদশ গুটিয়ে যায় মাত্র ১৮১ রানে। ৭৮ রানের জয়ে বুক ভরা আত্মবিশ্বাস পেয়েছে আইরিশরা তা বলার অপেক্ষা রাখে না।

ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া জাকির, ইয়াসির, শামীম, নাসুম খেললেও দ্যুতি ছড়াতে পারেননি। জাকির ১৮ রানে আউট হন গ্রাহাম হুমের বলে। ইয়াসির ৯ বলে ৩ রানের বেশি করতে পারেননি। শামীম শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৮ বলে ৩৫ রান করেন ৩ চার ও ২ ছক্কায়।

তবে ওপেনিংয়ে সৌম‌্য নিজের নামের প্রতি কিছুটা ছাপ রেখেছেন। ৪৬ বলে ৪৮ রান করেছেন ৭ চার ও ২ ছক্কায়। বোলারদের মধ‌্যে রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা ২টি করে উইকেট পেয়েছেন। সৌম‌্যর শিকার ১টি।

আইরিশদের হয়ে ব‌্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন কুর্টিস ক্রাম্পার। বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলা এ পেস অলরাউন্ডার ৪৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করেন। এছাড়া ওপেনিংয়ে পল স্টারলিং ৫৪, শেষ দিকে গ‌্যারেথ ডিলেনি ৩৬ রান করলে ভালো পুঁজি পায় আয়ারল‌্যান্ড। ওই রান তাড়া করতে নেমে ব‌্যাটিং ব‌্যর্থতায় ডুবেছে স্বাগতিক দল। ব‌্যাট-বলে দারুণ পারফরম‌্যান্সে আয়ারল‌্যান্ড নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি শক্তিমত্তাও দেখিয়েছে। মূল মঞ্চে তাদের হারানো সহজ হবে না বোঝাই যাচ্ছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!