ফারদিন হত্যা: আবারও নারাজি আবেদন দাখিলের সময় চাইলেন বাদী

কর্তৃক porosh
০ কমেন্ট 23 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় ডিবির তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের জন্য আবারও সময় চেয়েছেন মামলার বাদী ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে ডিবি পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন বাদীর আইনজীবী নারাজি দেয়ার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৬ মার্চ শুনানির দিন ধার্য করেন।

ফারদিনের বাবার আইনজীবী হেমায়েত উদ্দিন খান সংবাদমাধ্যমকে বলেন, ‘ফারদিন নূর আত্মহত্যা করেননি। পুলিশ যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে, তাতে বাদী (ফারদিনের বাবা) নারাজি দেবেন। নারাজি আবেদন দেয়ার জন্য আজ আমরা সময় চেয়ে আদালতে লিখিত আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।’

এর আগে ১৪ ফেব্রুয়ারি একই আদালতে নারাজি দেয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত আজকের দিন ধার্য করেন।

গত ১৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রাজধানীর রামপুরা থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার (১৬ মার্চ) দিন ধার্য করেছিলেন।

তার আগে ৮ জানুয়ারি ফারদিনের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় তার বান্ধবী বুশরার জামিন মঞ্জুর করেন আদালত।

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত বছরের ৭ নভেম্বর ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন পরশ। এরপর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!