শেখ রিপজা হোসেন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ডিসম্বর) ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া পরামানিক পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের এর আয়োজনে সুশীলনের বাস্তবায়নে সোলিডারিটিস ইন্টারন্যাশনালের সহযোগীতায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলন এর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান। জেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোলিডারিটিস প্রোগ্রামের সুপারভাইজার মিজানুর রহমান। জেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের সভাপতি ভৈরব দাশ, সহ-সভাপতি প্রভাতী মন্ডল, যুগ্ম-সম্পাদক আদর আলী, অর্থ সম্পাদক মহাসিন আলী প্রমুখ। এসময় ইউনিয়নের কৃষাণ কৃষাণী মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
ফিংড়ীতে আমন ধানের উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


পূর্ববর্তী পোস্ট