নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ঈমান আলীকে মারপিট ও হত্যার হুমকি ধামাচাপা দিতে কৌশলে হুমকিদাতা মাদকসেবী শেখ মুরাদ শুক্রবার সাতক্ষীরা সদর থানায় পাল্টা সাধারণ ডায়েরী করেছে। দৈনিক সাতনদী পত্রিকায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) “বাঁকালে ফেন্সিডিল আর গাজার আসর চলে প্রতিদিন মুরাদের আখড়ায়” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক ঈমান আলীকে মারপিট করতে লোহার রড, লাটিসোটা নিয়ে মটরসাইকেল যোগে বাড়িতে হানা দেয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাংবাদিক ঈমান আলী ওই দিন রাতেই বাড়িতে গিয়ে হুমকি দাতাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এতে আরও বেপোরোয়া হয়ে ওঠে মাদকসেবী মুরাদ ও তার সহযোগীরা। এদিকে, শুক্রবার মাদকসেবী শেখ মুরাদ পুলিশের হাত থেকে বাঁচতে মিথ্যে ও কাল্পনিক একটি সাধারণ ডায়েরী করে সাতক্ষীরা সদর থানায়। সাধারণ ডায়েরীতে সে উল্লেখ করেছে, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাঁকাল গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালানো হয়েছে। অথচ জিডিতে উল্লেখকৃত ঘটনাটি সম্পূর্ণরুপে কাল্পনিক গল্প।
এসব ঘটনা জানিয়ে সাংবাদিক ঈমান আলী বলেন, মাদক সিন্ডিকেটের সংবাদ প্রকাশ করার বেপোরোয়া হয়ে উঠেছে মুরাদ। পুলিশ প্রশাসনের হাত থেকে বাঁচতে কৌশল নিয়েছে। আমি উভয় সাধারণ ডায়েরী তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাই। পুলিশ সরেজমিনে তদন্ত করলে চিহ্নিত মাদকসেবী মুরাদ হোসেনের আরও কুকর্ম বেরিয়ে আসবে। আমার বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবে বানোয়াট ও কাল্পনিক সংবাদ সম্মেলনও করেছে মাদকসেবী মুরাদ।
বাঁকালের মাদকসেবী মুরাদকে নিয়ে সংবাদ প্রকাশ, নিজেকে বাঁচাতে নিচ্ছে কৌশল
পূর্ববর্তী পোস্ট