বাংলাদেশ অত্যন্ত নিরাপদ দেশ: তামিম

কর্তৃক porosh
০ কমেন্ট 20 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো বাংলাদেশে কদাচিৎ সিরিজ খেলতে আসে। এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হাপিত্যেসের শেষ নেই। বিষয়টি নিয়ে আক্ষেপ ঝরল টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের কণ্ঠেও। আক্ষেপ প্রকাশ করেই তিনি বলেন, বাংলাদেশ অনেক নিরাপদ দেশ। এখানকার মানুষ ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা আছে !

সম্প্রতি বাংলাদেশে সিরিজ খেলে গেছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা ওয়ানডে সিরিজে জিতলেও হোয়াইটওয়াশ হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। যা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটপাড়ায় আলোচনার অন্ত নেই। রেশ থাকতে থাকতে তামিম ইকবাল বিশেষ সাক্ষাৎকার দিলেন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে। সেখানেই বাংলাদেশ নিরাপদ দেশ বলে দাবি করেন তিনি।

সদ্য সমাপ্ত সিরিজের আগে ইংল্যান্ড সবশেষ বাংলাদেশে এসেছিল ২০১৬ সালে। দীর্ঘদিন পর ইংল্যান্ড লাল সবুজদের দেশে আসায় উচ্ছ্বসিত তামিম। সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের (ইংল্যান্ডকে) বাংলাদেশে নিয়ে আসাটা অসাধারণ।’

তামিম বক্তব্য দীর্ঘ করেন, ‘আমি ওয়ানডে অধিনায়ক কিংবা কেবল বাংলাদেশি বলেই বলছি না, মনে করি এই দেশটা অত্যন্ত নিরাপদ। এ দেশের মানুষও ক্রিকেট অনুরাগী। যে দলই এখানে খেলতে আসে, প্রত্যেকের সঙ্গে সমান গুরুত্ব পায়। তারা বাংলাদেশে থাকাবস্থায় সর্বোচ্চ শ্রদ্ধা পেয়ে থাকে। শুধু খেলার সময়ই না, কেউ রাস্তায় ঘুরতে বের হলে কিংবা রেস্তোরাঁয় খেতে গেলেও।’

এবারের সিরিজ নিয়েও কথা বলেন টাইগারদের অধিনায়ক। তিনি জানান, ‘দুর্ভাগ্যবশত ২০১৬ সালেও আমরা ওয়ানডে সিরিজে হেরেছিলাম। এর মাঝে আর কখনও ঘরের মাঠে হারিনি। ইংল্যান্ড আবার এলো, আমরা আবার ওয়ানডে সিরিজে হারলাম।’



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!