নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার এক বালু ব্যাবসায়ীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগে হাসান গফুর ও মুজাহিদ নামে দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এজহার সূত্রে জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার দৌলতপুর গ্রামের আয়ুব আলী দীর্ঘদিন মাটি ও বালু ব্যাবসা করেন। সম্প্রতি দুইজন ব্যাক্তি প্রায় বালি ব্যাবসায়ীর নিকট মোটা অংকের টাকা দাবি কর এবং চাঁদার টাকা না দিলে ব্যাবসা বন্ধসহ বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রাখে। এক পর্যায় তাদের হাত থেকে বাঁচতে ব্যাবসায়ী আয়ুব আলী ঐ দুজন ব্যক্তিকে দশ হাজার টাকা দিতে বাধ্য হয়। চাঁদার দাবিকৃত টাকার জন্য পুনরায় ১৩ সেপ্টেম্বর বালু ব্যাবসায়ীর স্থানে যেয়ে টাকা দাবি করে আয়ুব টাকা না দিতে চাইলে তারা নানানভাবে লাঞ্চিত করে। এ বিষয়ে আয়ুব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় শেখ হাসান গফুর (লিটন) ও মোহাম্মদ মুজাহিদের নামে এজহার দায়ের করেন। সাতক্ষীরা সদর থানার এসআই হাসান এবিষয়ে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।
বালু ব্যাবসায়ীর নিকট টাকা চাঁদা দাবীর অভিযোগ
পূর্ববর্তী পোস্ট