‘বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্বে সংকট পড়বে’

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

রাজনীতি ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগ বলে- বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে, আসলে বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্ব সংকট পড়বে।

শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রার আগে এক সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস। বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ পদযাত্রা হয়।

মির্জা আব্বাস বলেন, আমাদের পদযাত্রায় কোনো অশান্তি হবে না। বিএনপি শান্তির দল, আমরা শান্তি বজায় রাখবো। এই সরকার অর্থপাচার করছে, দুর্নীতি করেছে, নানাভাবে অশান্তি সৃষ্টি করেছে। আজ বাংলাদেশে সব কিছুর দাম বেড়েছে। যখন আমরা কোনো দাবি করি, তখন সরকারের পক্ষ থেকে বন্দুকের গুলি বের হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আমরাও চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু এই আওয়ামী লীগের কাটাছেঁড়া করা সংবিধান দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি। তারা বলে বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে, বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্ব সংকট পড়বে। বিএনপির অস্তিত্ব সংকট কোনো দিনই ছিল না, কোনো দিনই পড়বে না।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সদস্য সচিব সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমিন তুহিন প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!