ইমরান সরদার, কলারোয়া: কলারোয়া উপজেলাধীন সীমান্ত অঞ্চল কাকডাঙ্গার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ বোতল ভয়ংকর ভারতীয় মাদক এলএসডিসহ আশিকুজ্জামান(২৩) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কলারোয়া কাকডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা ক্যাম্পের দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ভারতের ভয়ঙ্কর মাদক এলএসডিসহ আশিকুজ্জামানকে আটক করে। উদ্ধার করা মাদক এলএসডি’র বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ২৮ লক্ষ টাকা। আসামী আশিকুজ্জামানের বাড়ী সাতক্ষীরা জেলা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে, তার পিতার নাম শাহাজান শেখ। কাকডাঙ্গা ক্যাম্পের দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী সাংবাদিকদের জানান, সীমান্তে মাদক ও চোরাচালান জিরো ট্রলারেন্স নিশ্চিতে বিজিবি’র অভিযান চলমান থাকবে। আসামী আশিকুজ্জামান কে মাদকসহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
বিজিবি’র অভিযানে ৭ কোটি ২৮ লাখ টাকার এলএসডিসহ যুবক আটক
পূর্ববর্তী পোস্ট