নিজস্ব প্রতিবেদক: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটি’র সহযোগিতায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে এ রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটি’র সভাপতি ডা: মো: ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, কোষাধ্যক্ষ মো: মহিবুল্লাহ, মো: আরিফুল ইসলাম, কামরুল ইসলাম। সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটি’র সদস্য মো: মাসুম বিল্লাহ সেচ্ছায় রক্তদান করেন।।