বিস্ফোরণ: আহাজারিতে ভারি গুলিস্তান, ভবনে আটকা অনেকে

কর্তৃক porosh
০ কমেন্ট 25 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

এদিকে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে। এ অবস্থায় আগ্রহী রক্তদাতাদের ঢামেকে যাওয়ারও আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আহতদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ‍উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!