ভাইঝির জমি আত্মসাতে মরিয়া আব্দুর রশিদ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 69 ভিউস

জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে তঞ্চকী দলিল সৃষ্টির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাল দলিল সৃষ্ঠির মাধ্যমে ভাইঝির জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে চাচা আব্দুর রশিদের বিরুদ্ধে। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার ব্র²রাজপুরের উমরাপাড়া গ্রামে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ব্র²রাজপুর মৌজায় (জেএল১০৩) বিআরএস ১৬৪৫ নং খতিয়ানের ১২টি দাগে ৩২.৩৮ শতক জমির রেকর্ডিয় মালিক ব্র²রাজপুরের উমরাপাড়ার মৃতআব্দুল হামিদের মেয়ে আয়েশা খাতুন। এ সম্পত্তি তিনি পৈত্রিক সূত্রে ও কোবলা মূলে লাভ করেন। অন্যদিকে আয়েশা খাতুনের একমাত্র ভাই খুলনায় হত্যাকান্ডের শিকার হওয়ার পর থেকেই তার পৈত্রিক ও কোবলা মূলে প্রাপ্ত জমি আত্মসাতের চেষ্টা করে আসছে তারই আপন চাচা ব্র²রাজপুরের উমরাপাড়া এলকার আব্দুর রশিদ ও তার ছেলে আলমগীর হোসেন। নানা ভাবে চেষ্টা করার পরও জমিটি আত্মসাত করতে না পেরে অবশেষে সম্পূর্ণ জাল জালিয়াতির মাধ্যমে ১৯৬৯ সালের ৬৮নং তঞ্চকি দলিল সৃষ্টি করে জমিটি বেদখলের চেষ্টা করছে বাপ-বেটায় মিলে। যা নিশ্চিত করেছে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস। ইতোপূর্বেই আয়েশা খাতুন তার জমি বেদখলের হাত থেকে রক্ষায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করলে শালিষি বৈঠকের মাধ্যমে এহেন জমি দখলে কাজ আর করবেনা মর্মে মুচলেকা দেয় আলমগীর। তারপরও আবারও এ তঞ্চকি দলিল সৃষ্টির মাধ্যমে ওই একই জমি বেদখলের পায়তারা করছে তারা। এ নিয়ে আয়েশা খাতুন আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!