ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্যামসুন্দর ইসকন মন্দির পরিদর্শন

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 25 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি:

খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার শ্রী ইন্দের জিৎ সাগর গৌর পূর্ণিমা উপলক্ষে সোমবার সাতক্ষীরার শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর ইসকন মন্দির পরিদর্শন করেন এবং প্রসাদ গ্রহন করেন। বেলা ৩টায় তিনি মন্দিরে পৌঁছান এবং ভক্তদের খোঁজ খবর নেন। এসময় সাতক্ষীরা জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ তাকে মন্দিরে স্বাগত জানান। মন্দিরের দায়িত্ব প্রাপ্ত সেবায়েত শ্যামানন্দ প্রভু মন্দিরের সার্বিক কার্যক্রম এবং গৌর পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট সাতক্ষীরা জেলা অফিসের ফিল্ড অফিসার সঞ্জয় সরকার, সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ প্রমুখ। সহকারী হাইকমিশনার শ্রী ইন্দের জিৎ সাগর পবিত্র গৌর পূর্ণিমা উপলক্ষে সাতক্ষীরার সনাতনী সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান। ডা. সুব্রত ঘোষ তাকে সাতক্ষীরা সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!