ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে বিজয় দিবস উদযাপন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 69 ভিউস

আমিরুল ইসলাম (রাজীব): ১৬ ডিসেম্বর বাঙ্গালীর স্বাধীনতার ইতিহাসে মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলাধীন ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলে সকাল ৭.০০ ঘটিকায় পতাকা উত্তোলনের মাধ্যমে, প্রীতি ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অত্র বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রিকেট খেলার শুভ উদ্ধোধন করেন ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্জ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দু কর্মকার, আলহাজ্জ্ব রিজাউল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, ময়নূল কবির ও সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আঃ মতিন, আঃ হান্নান, কৃষ্ণকান্ত রায়, আমির আলী, দেব প্রসাদ, আল মামুন, শামীম আরা, মাইন মাসকুবা, শাহিনা খাতুন, সেলিনা খাতুন, দৈনিক সাত নদীর প্রতিনিধি এস.এম আমীরুল ইসলাম, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল কালাম আবু অহিদ (বাবলু) ও এনএসপি শিক্ষক আব্দুল মাজেদ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!