প্রেস বিজ্ঞপ্তি: উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সাতক্ষীরা হলরুমে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। পুরুষের পাশাপাশি দক্ষ নারী জনশক্তি তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারীদেরকে পেছনে রেখে একটি দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। বেকার তরুণদের উদ্দেশে তিনি বলেন, সঠিক এবং বহুমুখী প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গেলে যথাযথ কর্মসংস্থান পাওয়া যাবে এবং বর্হিবিশে^ বাংলাদেশের ভাবমূর্তি উজ¦ল হবে। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা’র উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা। নারী সমাবেশ অনুষ্ঠানে শতাধিক নারীর অংশগ্রহণে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।
ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ
পূর্ববর্তী পোস্ট