নিজস্ব প্রতিবেদক: ভাড়ায় চালিত ভেকু গাড়ী চুক্তিভিক্তিক প্রদান করে এক লেবার সরদারকে হয়রানির অভিযোগ উঠেছে। গড়ী ফেরত দেওয়ার দীর্ঘদিন পর গাড়ী চুরির অভিযোগে হুমকি দেওয়া হচ্ছে ঐ নিরীহ লেবার সরদারকে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাইনের ছেলে আকরাম হোসেন, লিখিত বক্তব্যে তিনি বলেন আমি গত ১৮ মে‘ ২৩ তারিখে মেসার্স ইউনুস এন্ড ব্রাদার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার সাজেদুর রহমান ও অপুর কাছ থেকে যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালি কেয়াতলা খাল খননের দায়িত্ব নেই। খাল খননের জন্য মাটি কাটার ৫ টি এস্কেবেটর (ভেকু মেশিন) দিয়ে কাজ শুরু করি। ৫ টি গাড়ির মধ্যে ১টি গাড়ি মেহেরপুরের যোরপুকুরিয়া গ্রামের ওবায়দুল্লাহর পুত্র বিদ্যুৎ হোসেনের। যে গাড়িটি ২৪০ ঘন্টায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মৌখিক চুক্তিতে ভাড়া নেই। উক্ত গাড়ী পরিচালনা করাজ জন্য প্রথমে জুয়েল ও পরে নাছির নামে দুজন চালক গাড়ির সাথে প্রেরণ করি। এদের মধ্যে জুয়েল বিদ্যুতের নিজস্ব ড্রাইভার। পরে জুয়েল এক সপ্তাহ কাজ করার পর নাছিরের দায়িত্ব দিয়ে চলে যায়। এরপর বিদ্যুতের গাড়ী ১১৯ ঘন্টা চালানোর পর গত ১৫ই জুন’২৩ তারিখে কাজ থেকে রিলিজ করে দেই এবং গাড়ীর যাবতীয় দায়-দায়িত্ব মালিক বিদ্যুতে প্রতিনিধি ড্রাইভার নাছিরকে বুঝিয়ে দেওয়া হয়। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে মালিক বিদ্যুৎকে জানানো হয়। পুরো বিষয়টি অপর ড্রাইভার রাকিব হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ অবগত আছেন। এরপর গত ২৫ শে জুলাই মালিক বিদ্যুতের অপর গাড়ীর ড্রাইভার রাকিব হোসেনকে বিদ্যুতের যশোর ও সাতক্ষীরার গাড়ী দুটি নিয়ে যেতে বলি। এরপর গত ৯ সেপ্টেম্বর তার মোবাইল ফোনে আমাকে তার যশোরের গাড়ীটি বুঝিয়ে দিতে বলে। আমি তখন তাকে জানাই যে, আমিতো আপনার গাড়ী গত ১৫জুন আপনাকে জানিয়ে আপনার ড্রাইভার নাছিরের কাছে বুঝিয়ে দিয়েছি যাহা আপনার অপর ড্রাইভার রাকিবও জানে। তখন মালিক বিদ্যুৎ আমাকে জানায় আমি গাড়ী পাই নাই। তুমি আমার গাড়ীটি বুঝিয়ে দাও। অন্যত্থায় তোমার ক্ষতি হবে। আমার ভাই রতন শেখ কলারোয় থানার ওসি। তাকে দিয়ে তোমাকে উঠিয়ে এনে আমার গাড়ী আদায় করে নেব। এরপর গত ১৭ সেপ্টেম্বর রাতে আমার ভাই জাহাঙ্গীর আলম (৩৫) কে শ্যামনগর থানার পুলিশ ধরে নিয়ে যায় এবং আমাকে হাজির করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। অন্যত্থায় তাকে ভয়ঙ্কর মামলা দিয়ে চালান দেওয়া হবে। তিনি বিদ্যুৎ বাহিনী ও পুলিশের হয়রানি থেকে রক্ষা পেতে প্রসাশনের সহযোগীতা কামনা করেছেন।
ভেকু গাড়ী ভাড়া দিয়ে লেবার সরদারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পূর্ববর্তী পোস্ট