ভোমরায় সিএনজিসহ ইলিশ মাছ আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 82 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিকসহ ১১৫ কেজি ইলিশ মাছ আটক করেছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ ঘটিকায় সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ভোমরা বাজার পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ সাইদুল ইসলাম, গ্রাম- মাহমুদপুর, পোষ্ট- ভাড়–খালী, থানা ও জেলা-সাতক্ষীরাকে ১১৫ কেজি বাংলাদেশী ইলিশ মাছ এবং ০১টি সিএনজিসহ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬,৭২,৫০০/- (ছয় লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামীকে ইলিশ মাছ ও সিএনজিসহ সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!