ভোমরায় ৪৪ হাজার টাকা মূল্যের ২টি ভারতীয় মোবাইল সহ যুবক আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 61 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা বাজার থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি অভিযান চালিয়ে ৪৪ হাজার টাকা মূল্যের ২টি ভারতীয় মোবাইল সহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম মোঃ বিল্লাল হোসেন (২৭)। সে সদর উপজেলার আখড়াখোলা আমতলা গ্রামের মোঃ নাসির উদ্দীন সরদারের পুত্র।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস নোটে জানায়, ভোমরা বিওপি‘র টহল কমান্ডার নায়েক মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ৩/১-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা বাজার ফল পট্টি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় ০২টি মোবাইল, ৬০০/- টাকা মূল্যের ০২টি চার্জার এবং ৩০০/- টাকা মূল্যের ০২টি ইয়ারফোনসহ মোঃ বিল্লাল হোসেনকে আটক করে।
আটককৃত আসামীকে মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!