নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এদূর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম জুবায়ের হোসেন(১০)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র জুবায়ের বিকালে মসজিদ থেকে আসরের নামজ পড়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে, সকালে সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসির চাকায় পিষ্ট হয়ে বাবলু শেখ (৪৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়। শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের মনসুর সরদারের গ্যারেজ নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন। এদিকে, তাদের মৃত্যুর ঘটনায় স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ও শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
ভোমরা সড়কের মাহমুদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত


পূর্ববর্তী পোস্ট