যশোরে যুবলীগ নেতা আটক

কর্তৃক porosh
০ কমেন্ট 39 ভিউস

জাতীয় ডেস্ক:

যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এক কর্মীকে মারপিটের অভিযোগে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

জানা গেছে, রবিবার দুপুর একটার দিকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়েছিলেন ম্যানসেল। রেজিস্ট্রেশনের পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। এরপর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন মেশিনটি প্রস্তুত করেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে আল আমিন সেখানে চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আল আমিনকে ডেকে মারপিট করেন। আল আমিনের চিৎকার শুনে মুনা আফরিন সেখানে গেলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়।

এ ব্যাপারে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই মুহূর্তে থানায় আছি। পরে কথা বলবো। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার অভিযোগের পর ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!