যুক্তরাষ্ট্র: রাশিয়ায় উড়োজাহাজ প্রযুক্তি পাচার, গ্রেফতার ২

কর্তৃক porosh
০ কমেন্ট 23 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

রপ্তানি নিয়ন্ত্রণ আইন লংঘন করে রাশিয়ায় উড়োজাহাজের প্রযুক্তি পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) ক্যানসাস শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। মিয়ামিতে আমেরিকান বার অ্যাসোসিয়েশনের একটি সংবাদ সম্মেলনে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ম্যাথিউ অ্যাক্সেলরড এসব তথ্য জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেফতার দুই ব্যক্তির নাম সিরিল বুইয়ানোভস্কি (৫৯) ডগলাস রবার্টসন (৫৫)।

এ দুই ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, লাইসেন্স ছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি, রপ্তানি সম্পর্কিত ভুল তথ্য দেওয়া ও সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়াসহ যুক্তরাষ্ট্রের আইন অমান্য করে পণ্য পাচারের বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগের জন্য তাদের সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড হতে পারে। এদিকে, তাৎক্ষণিকভাবে গ্রেফতার দুজনের কোনো মন্তব্য জানতে পারেনি সিএনএন।

ক্যানসাসের জেলা আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়, ওই দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের রপ্তানি আইন অমান্য করে এভিয়োনিক্স অর্থাৎ, যোগাযোগ, নেভিগেশন, ফ্লাইট কন্ট্রোল ও উড়োজাহাজে ব্যবহৃত হুমকি শনাক্তকরণ প্রযুক্তি রুশ ক্রেতাদের কাছে বিক্রি করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার দুজনের ক্যানরাস ট্রেডিং কোম্পানি রুশ উড়োজাহাজগুলো মেরামত করেছিল ও উড়োজাহাজে ব্যবহার করা হয় এমনসব প্রযুক্তি সরবরাহ করে আসছিল। কোম্পানিটি রুশ নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) পাঠানো সরঞ্জামে সেগুলোর চূড়ান্ত গন্তব্য জার্মানি লেখা স্টিকার লাগিয়ে ভুয়া ইনভয়েস দিয়েছে বলে দাবি আইনজীবীদের।

ক্যানরাস ট্রেডিং কোম্পানি গত বছরের মে, জুন ও জুলাইয়েও আর্মেনিয়া ও সাইপ্রাসের মাধ্যমে ইলেকট্রনিকস পণ্যের চালান পাঠিয়েছিল বলে অভিযোগ মার্কিন আইনজীবীদের।

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এভিয়োনিক্সের একটি চালান আটক করে। তার পর মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বুইয়ানোভস্কি ও রবার্টসনকে এ ধরনের সরঞ্জাম রপ্তানির জন্য লাইসেন্স দরকার বলে জানিয়েছিল।

গত বছর রাশিয়া ইউক্রেইনে সেনা অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র মস্কোর প্রতিরক্ষা, মহাকাশ ও সামুদ্রিক খাত লক্ষ্য করে একাধিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ দিয়ে আসছে। রাশিয়ার তেল শোধনাগার, শিল্প-বাণিজ্য খাত ও বিলাস দ্রব্যও এসব বিধিনিষেধের আওতায় রয়েছে।

সূত্র: সিএনএন



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!