রাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

কর্তৃক porosh
০ কমেন্ট 23 ভিউস

রাজনীতি ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরীর ওপর হামলার ঘটনায় ওই শাখার দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীব।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘গত ২৯ ডিসেম্বর শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিনকে বহিষ্কৃতরা মারধর করেন। ঘটনাটি আমরা কেন্দ্রকে জানাই। পরে কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

উল্লেখ্য, ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ ডিসেম্বর মহানগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করছিল ছাত্রদল। সভার একপর্যায়ে ২০-২৫ জন রাবির শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীনের ওপর হামলা করা হয়। এই ঘটনায় শনিবার রাবি শাখার ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রদল।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!