শিবপুর প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা/২০১৯ – এ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ক্লাস্টারে (শিবপুর, আলিপুর ও ভোমরা ইউনিয়নে) “শ্রেষ্ঠ সহকারী শিক্ষক” নির্বাচিত হয়েছেন শিবপুর ইউনিয়নের পরানদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. শফিউল আলম সিদ্দিকী (শাহীন) ৷ শিক্ষক যোগ্যতার বিভিন্ন ক্ষেত্রের সূচক বিবেচনায় উপজেলা শিক্ষা প্রশাসন তাঁকে নির্বাচিত করেন ৷ শিক্ষকের একাডেমিক যোগ্যতা, পাঠদান কৌশল, নিজস্ব প্রকাশনা, প্রশ্ন প্রণয়ন দক্ষতা, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, বিদ্যালয়ের প্রতি আন্তরিকতা প্রভৃতি সূচক বিবেচনা করে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ পদক প্রদান করা হয় ৷ শিক্ষক শফিউল আলমের সাথে সাক্ষাতে তিনি জানান, কাজের স্বীকৃতি পেলে কাজের আগ্রহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পায় ৷ তিনি নির্বাচক মন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ তিনি আরও জানান, শুধুমাত্র শ্রেষ্ঠ হওয়ার জন্য তিনি কাজ করেন না, তাঁর উদ্দেশ্য শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ৷ তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী ৷
শফিউল আলম আলিপুর ক্লাস্টারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত


পূর্ববর্তী পোস্ট