শাস্তি শিথিল রোমান সানার

কর্তৃক porosh
০ কমেন্ট 28 ভিউস

স্পোর্টস ডেস্ক:

শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাস তিনেক আগে নিষেধাজ্ঞার কবলে পড়েন অলিম্পিয়ান আর্চার রোমান সানা। দেশসেরা আর্চারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। শাস্তির কয়েক মাস পেরোনোর পর এবার তাকে আর্চারিতে ফেরার সুযোগ দিচ্ছে ফেডারেশন। তবে সে ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (৭ মার্চ) আর্চারি ফেডারেশনের জরুরি এক নির্বাহী সভায় রোমান সানার শাস্তি শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অলিম্পিয়ান আর্চারের ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোমান সানার অতীত পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে সভায় তার শাস্তি শর্ত সাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়। ৯ মার্চ থেকে সে অনাবাসিক অনুশীলনের সুযোগ এবং ট্রায়ালে অংশ নেয়ার সুযোগ পাবে।’

আপাতত কেবল প্রস্তুতির সুযোগ পাওয়া রোমান ট্রায়ালে ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে প্রবেশাধিকার ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন কি না–এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সে পর্যবেক্ষণে থাকবে। তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবার সভা হবে। তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

খুব শিগগিরই রোমানকে চিঠি পাঠিয়ে শর্তগুলো জানিয়ে দেবে ফেডারেশন। শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা। টঙ্গীর আর্চারি ক্যাম্পেও থাকার সুযোগ পাবেন না রোমান। প্রয়োজনে শহীদ আহসান উল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়ামের আশপাশে বাসা ভাড়া করে দেবে ফেডারেশন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!