শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা জেলা বাকশিসের স্মারকলিপি

কর্তৃক porosh
০ কমেন্ট 46 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারক লিপি প্রদান করেন সাতক্ষীরা জেলা বাকশিসের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, বাকশিসের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা বাকশিসের কোষাধ্য শফিকুল ইসলাম, অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, প্রভাষক বাসুদেব সিংহ, ভৈরব চন্দ্র দাস।

স্মারকলিপিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিগ্রি, অর্নাস ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকসহ বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভ‚ক্ত করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্ততে অবিলম্বে পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু করা,সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া, চাকুরিতে যোগদানের তারিখ থেকে চাকুরিকাল গণনা করা, ১৬ বছর পূর্তিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল প্রভাষক বৃন্দকে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বহাল রাখা, শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে বেসরকারি শিক্ষকদের ৩৫% প্রেষণে নিয়োগ দেওয়া, ইউনোস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% এবং জাতীয় বাজেটের ২০% বরাদ্দ করা এবং ডিগ্রি স্তরের এমপিও ক্ষেত্রে ২টি বিভাগের শর্ত শিথিলের সুপারিশ করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!