শিরিন ম্যানশনে বিস্ফোরণ: ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

কর্তৃক porosh
০ কমেন্ট 36 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ‘শিরিন ম্যানশনে’ বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুর নবী (২৪) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়ালো।

নুর নবী ঢাবির ইসলামিক স্টাডিস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে কুলিয়ারচড়ে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

গত ৫ মার্চ সকাল পৌনে ১১টার দিকে শিরিন ম্যানশনের তিন তলায় বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবনও কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার দিনই তিন জন নিহত হন। এছাড়াও এ দুর্ঘটনায় প্রায় ১৫ জন আহত হন।

পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও দুই জন মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন এই তথ্য নিশ্চিত করেন। আজ ঢামেকে নুর নবির মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে ছয় জন হলো।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!