শেখ কামাল দ্বিতীয় যুব গেমস, দ্রুততম তরুণ নাইম, তরুণী আইরিন

কর্তৃক porosh
০ কমেন্ট 28 ভিউস

স্পোর্টস ডেস্ক:

শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের শেষ দিন ছিল আজ শনিবার। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ১০০ মিটার স্প্রিন্ট। সেখানে দ্রুততম তরুণ ও তরুণী হয়েছেন খুলনা বিভাগের নাইম শেখ এবং রংপুরের আইরিন আক্তার।

এদিন আর্মি স্টেডিয়ামে খুলনার নাইম ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। ২০১৮ সালে প্রথম যুব গেমসে চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া এই খেতাব জিততে সময় নিয়েছিলেন ১০ দশমিক ৬০ সেকেন্ড। এই ইভেন্টে ১০ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে খুলনা বিভাগের রবিউল ইসলাম রুপা ও ১১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের আরিফ বিল্লাহ।

তরুণী বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ১২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন আইরিন। প্রথম আসরে রাজশাহীর রূপা খাতুন দ্রুততম তরুণী হয়েছিলেন ১২ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে। এবার ১২ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন খুলনা বিভাগের সুলতানা জিন্নাত এবং ১২ দশমিক ৬০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের উম্মে সুলতানা পপি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!