শ্বাসরুদ্ধকর ফাইনালে রাজশাহীকে জেতালেন নাহিদুল

কর্তৃক porosh
০ কমেন্ট 32 ভিউস

স্পোর্টস ডেস্ক:

শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে ছেলেদের ফুটবল প্রতিযোগিতায় শিরোপা ধরে রেখেছে রাজশাহী বিভাগ। সোনার পদকের লড়াইয়ে টাইব্রেকারে ৭-৬ গোলে রংপুর বিভাগকে হারিয়েছে রাজশাহী। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল।

শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে নির্ধারিত সময়ে উভয় দল সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউ। তখন ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৫টি শটের মধ্যে দুইদলই লক্ষ্যভেদ করেছে। শেষ পর্যন্ত সাডেন ডেথে সপ্তম শটে এসে ম্যাচের ফল নিষ্পত্তি হয়েছে।

রাজশাহী বিভাগের আবু বক্কর, স্বপন, মিম, মনি, সাগর, রিয়াদ ও সোহান জাল ছুঁয়েছেন। রংপুর বিভাগের আতিকুল, আলমগীর, শাহরিয়ার, সিয়াম, রবি ও মোতাম্মিল গোল পেলেও আহসান হাবিব ব্যর্থ হয়েছেন।

রাজশাহীর গোলকিপার নাহিদুল ইসলাম রংপুরের আহসান হাবিবের নেওয়া সপ্তম শট পা দিয়ে আটকে দলকে শিরোপা এনে দিতে অবদান রেখেছেন। শিরোপা জিতে নাহিদুল বলেছেন, ‘শিরোপা জিতে আমরা খুশি। এই টুর্নামেন্টকে সামনে রেখে অনেক পরিশ্রম করেছি। অবশেষে সাফল্য এসেছে।’

মেয়েদের ফাইনালে অবশ্য রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হতে পারেনি। রংপুর বিভাগ ৬-২ গোলে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!