শ্যামনগরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

কর্তৃক Abdur Rahman
০ কমেন্ট 18 ভিউস

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে সিরাজপুর গ্রামে মাস্টার আব্দুস সামাদ গাজী শনিবার রাত ১২.৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। শনিবার (১৩ মে) মরহুমের নিজস্ব বাসভবনের পাশের মাঠে জোহরের নামাজের পর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। তাঁর নামাজে জানাযায় সর্বদলীয় রাজনীতিবীদ ও স্থানীয় মুসুল্লিবৃন্দ অংশ নেন। জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. সাঈদ-উজ-জামান সাঈদ, কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা কলেজর অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, ভুরুলিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আশরাফুল আলম ও মরহুমের পরিবারের পক্ষে তার তিন সন্তান পিতার মৃত্যুর শোক জ্ঞাপন করেন এবং পিতার জন্য সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যু কালিন বয়স ছিল ৮০ বছর। তার পরিবারে ৩ ছেলের ও ৪ মেয়ে নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!