শ্যামনগরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু

কর্তৃক porosh
০ কমেন্ট 43 ভিউস

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:

শ্যামনগরে উঁচু গাছ থেকে পড়ে জামির গাজী ওরফে ধোনা গাজী (৫০) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপালপুর গ্রামে গাছ কাটার সময় অসাবধানতা বশত পা ফসকে নিচে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান মৃত ঘোষনা করেন। তিনি উপজেলা মাহমুদ গ্রামে মৃত জহির উদ্দীন গাজীর পুত্র। তিনি বিভিন্ন এলাকায় গাছ কিনে তা নিজে কেটে স্থানীয় বাজারে ও সমিলে বিক্রয় করতো। পূর্বে তার পিতা একইভাবে গাছ থেকে পড়ে মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।

শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!