মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন হওয়ায়, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এস এম জহুরুল হায়দার বাবুর সার্বিক ব্যবস্থাপনায় চারদলীয় নকআউট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর ফুটবল একাডেমী আয়োজিত খেলাটিতে প্রধান অতিথি ও উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। রোববার ২০ অক্টোবর নকিপুর সরকারী পাইলট হাই স্কুল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা হতে মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাল ৪ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় শ্যামনগর রোকন বুক ডিপো ফুটবল একাদশ ও কুশলিয়া কসমস ক্লাব ফুটবল একাদশ অংশ গ্ৰহন করে। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে রোকন বুক ডিপো জয় লাভ করে। উক্ত খেলায় এসময় উপস্থিত ছিলেন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সদস্য,শিক্ষকমন্ডলী,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্যামনগরে চার দলীয় ফুটবল খেলার উদ্বোধন করলেন জগলুল হায়দার এমপি


পূর্ববর্তী পোস্ট