নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাদেকুর রহমান সাদেমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তার বাসভবন থেকে আটক করে ডিবি পুলিশ। উল্লেক্ষ্য গত রবিবার (১৮ আগষ্ট) বংশীপুর বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরীপুর বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম শোকর আলী সমর্থক এবং সাবেক চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। উক্ত সংঘর্ষের জের ধরে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এঘটনায় উভয়পক্ষ শ্যামনগর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। বর্তমান চেয়ারম্যানের পক্ষে রায়হান গাজী বাদী হয়ে মামলা দায়ের করে যার ০১ নং আসামী সাবেক ইউপি চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেম। এ বিষয়ে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আনিসুর রহমান বলেন, তিনি ডিবি পুলিশ কর্তৃক আটক হয়েছেন। সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমদ হাসমী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগরে নব্য আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান গ্রেফতার
পূর্ববর্তী পোস্ট