শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর নির্মানের অভিযোগ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 138 ভিউস

আব্রাহাম লিংকন, নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আরশাদ আলী মোড় নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সাইন বোর্ড থাকা সর্তেও ঘর নির্মানের অভিযোগ উঠেছে। জানাগেছে, টেংরাখালী গ্রামের আফছার মিস্ত্রীর পুত্র রেজাউল ইসলাম (পটল) কখনও সংবাদিক, কখনও তরুনলীগ নেতা ও কখনও ইট ভাটার সদ্দার পরিচয়ে সরকারী খাস জায়গায় সাইন বোর্ড তুলে জমি দখল করে বিক্রির অভিযোগ তুলেছে এলাকাবাসীরা। সরজমিনে গিয়ে দেখা গেছে যে, ভেটখালী মৌজার ৭৩৩ নং দাগে এল এ কেস ৮/৭০-৭১ নং জমি দখল করে ঘর নির্মান করছে। ঐ জমিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সাইন বোর্ডে লেখা রয়েছে ‘এই সম্পত্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হুকুম দখলকৃত সম্পত্তি, এই সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য সর্ব সাধারনকে বিশেষ ভাবে বলা হইল’। বিষয়টি নিয়ে রেজাউল ইসলাম (পটল) বলেন, এই জায়গাটি আমার কেনা। আমি আমার জায়গায় ঘর নির্মান করছি। পানি উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকতা মাছুদ রানা বলেন, সাইন বোর্ড দেওয়ার পরও যারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখর করে ঘর নির্মান করছে আমি তাদের বিরুদ্ধে মামলা দেব।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!