মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন হওয়ায়, ও এস এম জহুরুল হায়দার (বাবু) পুনরায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হওয়ায়, ভূরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্ৰামের যুব সমাজের উদ্যোগে শ্যামনগর সদর চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ও সংবর্ধনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৭ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বল্লভপুর ভূমি অফিসের সামনে বাদঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি এমডি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আইয়ুব খান, মোঃ মাসুদ রানা, রাম কৃষ্ণ মন্ডল, মোঃ শরিফুল ইসলাম, মোছাঃ দেলওয়ারা বেগম, মোছাঃ বেবী নাজনীন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ, যুবলীগ নেতা মোঃ আছানুর রহমান আছান, মোঃ হারুন অর রশীদ সহ- আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিমনা নারী-পুরুষ সহ উৎসুক জনতা উপস্থিতি ছিলেন। যুব সমাজের পক্ষে অনুষ্ঠানটি আয়োজন করেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ আরাফাত হোসেন, মোঃ ওহিদুল জ্জমান প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন লিটন।
শ্যামনগরে যুব সমাজের উদ্যোগে এ্যাডঃ জহুরুল হায়দার কে সংবর্ধনা

