আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার সদরে জনবহুল রাস্তা শহীদ মুক্তিযোদ্ধা সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তাটি সম্প্রসারণের দাবি জানিয়েছে আসছে এলাকাবাসি। উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণি সম্পদ হাসপাতাল, মডার্ণ স্কুল, শ্যামনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শহীদদের মাজার, একাধিক বেসরকারি হাসপাতাল, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাতায়াতের একমাত্র রাস্তাটি সম্প্রসারণ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। জলবদ্ধতা নিরসনে রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হলেও অবৈধ দোকান ঘর বাঁচাতে সড়কটি সংকীর্ণ করে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। উপজেলা পরিষদ নতুন ভবনের মূল ফটক থেকে শুরু হওয়া ড্রেনের কাজ হাসপাতালের গেট সংলগ্ন স্থানে গিয়ে অবৈধ দোকান ঘর বাঁচাতে রাস্তার উপর উঠে যাওয়ায় রাস্তাটি পূর্বের চেয়েও আরও বেশি সংকীর্ণ হওয়ায় উপক্রম হয়েছে। সূত্রে জানায়, শহর উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি কতৃক শ্যামনগর উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উপজেলা পরিষদের ৩নং গেট থেকে গোপালপুর কালভার্ট পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার টাকায় ৯২৩ মিটার পানি নিষ্কাসনের জন্যে আরসিসি ঢালায় ড্রেন নির্মাণ বরাদ্দের কাজ টেন্ডারের মাধ্যমে পেয়ে নির্মাণ কাজ চলমান রেখেছেন ঠিকাদার আবুল বাশার।
শ্যামনগরে রাস্তার উপর ড্রেন তৈরির অভিযোগ
পূর্ববর্তী পোস্ট