শ্যামনগরে রূপান্তর ও গণসাক্ষরতা অভিযানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 131 ভিউস

মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগরে বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তর ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে কিশোরীদের ক্ষমতায়ন: অধিকার ও ন্যায্যতা সমুন্নতকরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ৯ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরের কিশোরীদের ক্ষমতায়ন: অধিকার ও ন্যায্যতা সমুন্নতকরণ প্রকল্পের এলাকা সমন্বয়কারী মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনায় ও শ্যামনগর সদর ইউপি সদস্যা মোছাঃ দেলোয়ারা বেগমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস,নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র রিপোর্টার মোঃ আবু সাঈদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর ওয়াবদা মসজিদের ইমাম মোঃ আমিনুল ইসলাম, রূপান্তরের ইউনিয়ন সুপারভাইজার মোঃ আব্দুল করিম সহ শিক্ষক, কিশোরী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!