মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন একতা রক্তদান সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ই ডিসেম্বর সকাল ৮টায় কাশিমাড়ী বাজারে একতা রক্তদান সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। একতা রক্তদান সংস্থার পরিচালক ডাঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা করপোরাল গোলাম সারোয়ার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ সরদার, হাবিবুল্লাহ পাড়, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আলহাজ্ব রাজগুল ইসলাম, সমাজসেবক আব্দুল অহিদ পাড়, আব্দুল হাকিম, রক্তদান সংস্থার সহ-সভাপতি শিক্ষক আব্দুস সালাম, সহকারী তথ্য ও প্রচার সম্পাদক তাহমিদ হাসান, হোসাইন মোহাম্মদ প্রমুখ।
শ্যামনগর কাশিমাড়ীতে একতা রক্তদান সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন


পূর্ববর্তী পোস্ট