শ্যামনগর বুড়িগোয়ালিনী ১১৩০ পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 111 ভিউস

দীপক মিস্ত্রী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) থেকে : প্রধানমন্ত্রী  শেখ হাসিনার অঙ্গীকার“ঘরে ঘরে বিদ্যুৎ” পৌঁছে দেওয়ার, প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা, পূর্ব ও পশ্চিম দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া (আংশিক) এবং ভামিয়া গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। এসময় প্রধান অতিথি উদ্বোধনের শুরুতে শোকাবহ আগষ্টে জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।
শনিবার (১০ ই আগস্ট) বিকাল ৫টায় ১৬৪নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওই এলাকার ১১৩০টি বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, ব্যারিষ্টার ইমরুল হায়দার, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নিরাপদ বাইন, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল। বিভিন্ন পত্রপত্রিকার এবং অনলাইন ক্লাবের মিডিয়াকর্মী সহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের সকল স্তরের জনগণও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সদস্যাবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুড়িগোয়ালীনী ইউনিয়নের  যুবলীগের যুগ্ন সম্পাদক জি এম মুস্তাফিজুর রহমান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!