নিজস্ব প্রতিবেদক : ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস। সরকারি প্রতিষ্ঠান গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।তবে সরকারি নির্দেশ অনুসারে সাতক্ষীরার সরকারি প্রতিষ্ঠান গুলোতে বিজয় দিবস পালন করা হচ্ছে।
শুধু সরকারি প্রতিষ্ঠান না সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানেই বিজয় দিবস পালিত হচ্ছে। অনেকে আবার ব্যক্তিগত প্রতিষ্ঠান গুলোতে পালন করছেন বিজয় দিবস। বিজয়ের অনন্দে মুখরিত হয়ে র্যালি,আলোচনা সভা,খেলাধুলা,পিকনিক সহ বিভিন্ন কার্যক্রম প্রতি পালন করেছেন প্রতিষ্ঠান গুলো।
১৬ই ডিসেম্বর সকালে সাতক্ষীরা সদর উপজেলার স্কুল গুলোতে বিভিন্ন কার্যক্রম প্রতিপালন করছেন স্কুল কতৃপক্ষ ।
সদর উপজেলার গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়,তেতুলডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালপোতা মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ব্যাপক আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে বিজয় দিবস। কিছু কিছু স্কুলে অত্র এলাকার দলীয় নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে বিজয় দিবস পালন করতে দেখা গেছে।
এ ব্যাপারে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষার্থী রাহুল বিশ্বাস বলেন, আজ মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী স্কুলে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রাতে আবার স্যারেরা আমাদেরকে নিয়ে পিকনিকের আয়োজন করেছেন।
সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত


পূর্ববর্তী পোস্ট