প্রেস বিজ্ঞপ্তি: হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক ব্যাবস্থপনায় দেবহাটা উপজেলার ৫নং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরা একটি উপকলী অঞ্চলের প্রতিটি ইউনিয়ন পরিষদে গাছের চারা বিতরণ করছেন জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ৫নং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা।
সবুজ বেষ্টনী গড়ে তুলে হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার গাছ বিতরণ
পূর্ববর্তী পোস্ট