লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলাধীন সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ও বিজ্ঞান ভবনে কলেজ প্রতিষ্ঠাতা, সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আমৃত্যু (২৭ বছরের) সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মজিদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদ এর কর্মময় জীবনের উপর আলোচনা রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আকবর আলী, ইংরেজি বিষয়ের শাহানুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মনিরুজ্জামান (মহসিন)। শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করেন একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফেজ আলমগীর হোসেন। সবশেষে মরহুম আলহাজ্জ আব্দুল মজিদ এর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আকবর আলী। এসময় মনোবিজ্ঞান বিভাগীয় প্রধান এ এস এম মিজানুর রহমান, আকরাম হোসেন, জাহাঙ্গীর কবির, স্বপন কুমার মন্ডল, প্রদীপ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। এদিকে মরহুম আব্দুল মজিদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিগত সময়ের ন্যায় তার নিজস্ব বাসভবনে মরহুমের একমাত্র পুত্র ইকবাল মাসুদ এর সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ ও সরকারি কেবিএ কলেজ রোভার ও গার্ল-ইন রোভার সদস্যদের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে উপস্থিত বিভিন্ন বিষয়ের অসংখ্য রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন সরকারি কেবিএ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডা: সাইরিস মেহেরা সেতু, প্রাক্তন শিক্ষার্থী ডা: দেবপ্রসাদ দাশ নয়ন সহ একঝাঁক মেডিকেল চিকিৎসক।
সরকারি কেবিএ কলেজে প্রতিষ্ঠাতা আব্দুল মজিদের মৃত্যু বার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট