সাংবাদিক পুত্র অর্ক ঘোষের জন্মদিন পালিত

কর্তৃক Abdur Rahman
০ কমেন্ট 83 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপির একমাত্র পুত্র অর্ক ঘোষ এর শুভ জন্মদিন পালিত হয়েছে। মহান সৃষ্টিকর্তার কৃপায় ২০১৫ সালের ২ মে লিটন ঘোষ ও সোনালী ঘোষ দম্পত্তির একমাত্র পুত্র অর্ক ঘোষ পৃথিবীতে আসে। মঙ্গলবার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া ঘোষপাড়ায় নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্ক ঘোষ এর জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন অনুষ্ঠানে নিকট আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিল। অর্ক ঘোষের শুভ জন্মদিনে তার দাদুভাই ভূমি জরিপকারী (সার্ভেয়ার) চিত্তরঞ্জন ঘোষ অর্ক ঘোষের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!