সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা

কর্তৃক porosh
০ কমেন্ট 54 ভিউস

সংবাদদাতা:

সাতক্ষীরায় বেসিক কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বেসিক কোচিং সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোচিং সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু স্যার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোচিং সেন্টারের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো: আবু সাঈদ। উপস্থিত ছিলেন, বেসিক কোচিং সেন্টারের শিক্ষক মো: মোমিনুর রহমান, জিল্লুর রহমান, ইয়াছিন আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর বেসিক কোচিং সেন্টার থেকে ৮ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ৬জন বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কোচিংয়ের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মিষ্টি মুখ করানো হয়।

বৃত্তিপ্রাপ্তরা হলেন, তানিশা মুন্নির রাকিবা, তৌলিক রায় তীর্থ, শাকির নাহিদ হাসান, সুমাইয়া খাতুন ও মেহেরিন জেবিন।

বেসিক কোচিং সেন্টার ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোচিংয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বোর্ড পরীক্ষাসহ সকল পরীক্ষায় কৃত্তিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আসছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পরিচালক সমশের স্যার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!