সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 45 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ২ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ।
সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর অন্যতম সদস্য নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম ও প্রতিবন্ধী সাগর দাসকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!