সাতক্ষীরার শাহাজালালের মালয়েশিয়ার কারাগারে মৃত্যু: স্বজনদের খোঁজ মিলছে না

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 122 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার কারাগারে সাতক্ষীরার শাহাজালাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃতের স্বজনদের সন্ধান মিলছে না। স্বজনদের সন্ধান না পাওয়ায় মরদেহটি দেশে আনতে পারছে না বাংলাদেশ হাই কশিমন। এদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃতের সন্ধানে জোর চেষ্টা চালালেও এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার সদর (সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন জানান, সাতক্ষীরা সদরের বাবুল খালি গ্রামের বাবা ফটিক ও জাহায়া’র ছেলে শাহজালাল। মালয়েশিয়ার ট্রাভেল পারমিটের আবেদন ফরমের এই ঠিকানা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের জয়েন্ট সেক্রেটারি ফরিদ আহমেদ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টেলিফোনের মাধ্যমে মালয়েশিয়ার কারাগারে শাহজালালের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। মৃতের পরিবারে সংবাদটি পৌঁছে দিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় বাবুল খালি নামের কোন গ্রামই নেই। তবুও এই নামের আশেপাশে যেগুলো গ্রাম রয়েছে সেগুলো গ্রামে যাওয়া হয়েছে, মৃতের ছবি দেখানো হয়েছে তবে শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তার সঠিক ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করছি, এই ঠিকানাটা ব্যবহারকারি ভুল ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন। ছবি দেখে কেউ তাকে শনাক্ত করতে পারলে আমার সঙ্গে (০১৭১৩-৩৭৪১৩৮) যোগাযোগ করার অনুরোধ করছি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!