সাতক্ষীরায় ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই স্লোগানে র‌্যালী অনুষ্ঠিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 59 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতামূলক র‌্যালী শেষে মশা নিধন স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে শেষ হয়।জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামালের নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন সিভিল সার্জন ডা. মো. আবু শাহীন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস,এম আবদুল্লা আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, শেখ ফিরোজ হাসান, জোৎন্সা আরা, অনিমা রাণী মন্ডল, শফিউদ্দৌলা সাগর, মো.শহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন কালু, মো.সেলিম হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।র‌্যালী শেষে মশা নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!