নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা -কালিগঞ্জ মহাসড়কে বাঁকাল ঢালী পাড়া নামক স্থানে মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় সময় পরিবহন ও মাহিন্দ্রা সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন, ও আহত হয়েছেন ১জন শিশুসহ আরো তিন জন । প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা এম আর পরিবহন ও কুলিয়া থেকে ছেড়ে আসা সাতক্ষীরা থ ১১ সিরিয়ালের ০০২৫ মাহিন্দ্রা বাঁকাল ঢালী পাড়া নামক স্থানে আসলে এম আর পরিবহন মাহিন্দ্রাকে পিছন থেকে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি উল্টে যায় । এতে করে মাহিন্দ্রার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রা চালক সাতক্ষীরা সদর পলাশপুরের বারিধার রহমানের ছেলে মিজানুর রহমান চৌধুরী (৬০)। এ বিষয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এটি এস আই বুল বুল জানান, মঙ্গলবার সকালে কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী এম আরপরিবহন বাঁকাল ঢালী পাড়া নামক স্হানে পৌঁছালে কুলিয়া থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রার পিছন থেকে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা চালক মিজানুর রহমান চৌধুরী নিহত ও চারজন আহত হন,নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।
সাতক্ষীরায় পরিবহন ও মাহিন্দ্রা সংঘর্ষে নিহত-১


পূর্ববর্তী পোস্ট